আমাদের কল করুন ০১৭১২-১৮১১৩১
মেনু নির্বাচন করুন

মুজিব কর্নার

“বঙ্গবন্ধু কর্নার” স্থাপনঃ

ক. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি মাদ্রাসায় অধ্যক্ষ/সুপার/এবতেদায়ী প্রধানগণ আগামী ২৫/০১/২০২১ তারিখের মধ্যে এবং দেশের সকল এমপি ও, ননএমপিও ভুক্ত মাদ্রাসায় ০১/০৩/২০২১ তারিখের মধ্যে বঙ্গবন্ধু কর্নার স্থাপন নিশ্চিত করবেন।

খ. বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু কর্তৃক লিখিত পুস্তক, বঙ্গবন্ধুর ভাষণের সংকলন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর লিখিত পুস্তক ও মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত পুস্তক, বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের স্মৃতিগ্রন্থাবলি ইত্যাদি দিয়ে সাজাতে হবে।

গ. শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ, লাইব্রেরী কক্ষ বা শ্রেণীকক্ষে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা যাবে। মুজিববর্ষ পালন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

(০১) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে (সরকারী/বেসরকারী এমপি ও এবং নন এমপিও) মুজিব বর্ষ পালন এবং জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ ২০২১ তারিখে একযােগে

কমপক্ষে ৫টি বৃক্ষরােপন নিশ্চিত করাসহ শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীর সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ জমিতে বৃক্ষ রােপন করবে। প্রতিষ্ঠান প্রধানগণকে উক্ত কার্যক্রমের একটি রেজিষ্টার সংরক্ষণ করতে হবে।

(০২) এমতাবস্থায় আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান (সরকারী/বেসরকারী এমপিও এবং নন এমপিও) আগামী ১৫.০২.২০২১ তারিখের মধ্যে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

এবং আগামী ১৮,০৩,২০২১ তারিখের মধ্যে বৃক্ষরোপনসহ অন্যান্য কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল |