আমাদের সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস

ইতিহাস

তদানিন্তন পাকভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন জেলা ঝিনাইদহ এর বিখ্যাত শহর আলীগঞ্জ মুসলিম অধ্যুষিত এক প্রাচীন অঞ্চল। ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের দাবী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান;

যেখানে শিক্ষা গ্রহন করে ধন্যহবে তাদের প্রিয় বংশধর। কোরআন, হাদীস, বাংলা, ইংরেজীসহ সামগ্ৰীক বিষয়ে শিক্ষিত হয়ে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে ব্রতি হবে তারা। শিক্ষার আলো ছড়িয়ে দিবে পৃথিবীর দিকদিগন্তে, দেশ-দেশান্তরে।

যেই ভাবা, সেই কাজ। মুসিলম জনতার সিংহ পুরুষ মরহুম আলহাজ মাওলানা আব্দুল মুবিন , এলাকার ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় ১৯৫৭ইং সালে আলীগঞ্জ পৌরসভার প্রানকেন্দ্রে আড়পাড়া সংলগ্ন একটি মনোরম স্থানে এলাকা বাসির সার্বিক সহযোগিতায় খাড়া করলেন একটি দ্বীনি প্রতিষ্ঠান। শুরু হলো মাত্র ১০ জন ছাত্র নিয়ে মাদরাসাটি শুভ উদ্বোধন; হাটি, হাটি, পা,পা করে শুভ যাত্রা।

 

... বিস্তারিত পড়ুন